রক্তাক্ত বিশ্বকর্মা
             অচিন্ত্য সরকার


মাঠের কাদায়,পথের ধুলোয়,কারখানার
তেলচিটে ময়লায়,অন্ধকার খনি গর্ভের
গভীরে লুকানো হিরে,সোনা কিংবা কয়লায়,
তোমার হাতের ছোঁয়া সভ্যতার রঙ বদলায়।
গড়ে ওঠে অট্টালিকা,সুসজ্জিত আমরাবতী
প্রতিদিন সকাল-সাঁজ,তোমারা করো কাজ
নিজেরে অর্ধ ভুক্ত রেখে,যুগে যুগে কর্মব্রতী।


অন্যের ভোগের পাহাড়ে,চাপা পড়ো নিজে
ঘামে মেশে অবজ্ঞা,অবহেলা আর অপমান  
তবু গাও কর্মের গান,আপন রক্ত রঙে ভিজে,
সৃষ্টির কাজে লেগে আছো,তোমারা ঈশ্বর কনা।
আঁধারে থেকে নিজে চিরকাল,টানো দুঃখের হাল
আপন শ্রমে অপরকে দিতে,আলোকের নিশানা,
তোমাদের প্রাপ্ত শোষণ করছে, যক্ষ পুরীর সেনা।


চেয়েছো যখন নায্য ভাগ,ঝরেছে বুকের রক্ত
শ্রম চুরি করছে যারা,নিষ্ঠুর হৃদয় কঠীন তারা
রাজার রাজা সর্বহারা,যক্ষ পুরী দেয় পাহারা
বিশ্বকর্মার শ্রম-শরীরে,দাগ লেগেছে রক্ত।