রিক্ততা
            অচিন্ত্য সরকার


শীতের উত্তরে বাতাসে হাড় কাঁপে
পর্ণমোচী গাছেরা চলে দিন গুনে
এই বুঝি রিক্ততা গ্রাস করে তারে।
শান্তির খোঁজ পেতে তাই পরপারে
এক মনে বসে ভজন কীর্তন শুনে
বুড়ো হাড় তার সহন ক্ষমতা মাপে।


আসার দিন থেকে দিন গোনা শুরু
বিজ্ঞানের মোহে চলমান বিকিকিনি
অসার জঞ্জালে ভরে তোলা প্রাসাদ।
প্রেমের মরীচিকায় দুঃখ আর প্রমাদ
যৌবন ফুল সে তো বসন্ত বিলাসিনী
শীতের আগমনে বুক করে দুরুদুরু।