সাদা কালোর তফাৎ বোঝ!
ন্যায় নীতির প্রশ্ন খোঁজ!
এক্সাম হলে টুকলি নয়!
হায়!বন্ধু তোমার প্রাপ্য নয়।


ভাষার বিকৃত ব্যবহার জানা নেই!
মূর্খের আত্মবিশ্বাস ও নেই!
আহা রে!তুমি জাচ্ছেতাই,বোকা!
তুমি সংখ্যালঘু,তুমি একা।


সেজো,মাঝারি কিংবা বড়
যে কোন নেতার ধামা ধরো।
কি!তাও পার না ধরতে!
হায়! তবে কি চাও মরতে?


ভোটের মূল্যে ‘এক’তুমি
সবার সাথে-ধর্ষক ,খুনি।
তাদের ভোট তো গোষ্ঠীগত,
তোমার ‘এক’ কর্তার ইচ্ছামত।


রিজারভেশন,সমাজ,দল
গোষ্ঠী গ্রুফ,লোক বল?
কিচ্ছুটি নেই তোমার ভাই!
চলো,খাজনা দেই আর ভজন গাই।