আমি শিক্ষক,দ্বিজ স্রষ্টা, নিয়েছি কাঁধে তুলে
ঈশ্বরের অর্ধেক কর্মভার,এ আমার অহংকার।
বিশ্বপিতা,শক্তি যোগাও,সাহস যোগাও বুকে
করতে পারি কর্ম তোমার,স্বপ্ন আমার সাকার।


যুদ্ধ-বিধ্বস্ত,দূষণ-জরা পৃথিবী আজ ফ্যাকাসে সবুজ
ভোগ লালসা-মত্ত সমাজ,ছল চাতুরি করছে রাজ;
এরই মাঝে আসছে শিশু,আপন ভোলা বড্ড আবুজ
ভালোবাসে গড়তে হবে আলোক শিশু,এইতো কাজ।


ভোটের মূল্যে আচার বিচার বদল হচ্ছে রাত্র দিন
বাজে কথায় বাহাদুরি আর, নেশার ঘোরে মদ্দামি
সস্তা জ্ঞানের যন্ত্রযানে,শ্রদ্ধা ভক্তি সব হচ্ছে ক্ষীণ
এমন দিনে সহজ তো নয়,  কাজটা বড়ই কঠিন।


তবু, আমরা করব জয়,শপথ করে দিচ্ছি অভয়
আলোক শিশু গড়ব,করব সকল আঁধার  জয়।