শিশু ছড়া (৭৬-৮০)
                  অচিন্ত্য সরকার


         [৭৬]
খাঁ খাঁ রোদ্দুর
মাঠ ভরা রোদ্দুর
চোখ যায় যদ্দুর
রোদ্দুর রোদ্দুর।


পথঘাট জনহীন
মাঠ ঘাট জলহীন,
নদী নালা হল ক্ষীন
জলহীন প্রাণহীন।


আকাশে নেই মেঘ
নদীতে নেই বেগ
গাছে  গাছে উদ্বেগ
মাঠে মাঠে উদ্বেগ।


           [৭৭]
চাঁদনি ভরা গভীর রাত
চারিদিকে নিঝুম
সবার চোখে গভীর ঘুম,
এমন সময় মেঘের ডাক?


ভয় পেয়না খোকা
খেয়েছ তুমি ধোকা
নয় তো ও মেঘের ডাক
ওতো,দাদু ডাকছে নাক।


শুনে দাদুর নাকের ডাক
লেগেছে তোমার তাক।


         [৭৮]
সুফল কাকুর বিয়ে
বর যাত্রি যাবি কি হে?
যাবি যদি চলে আয়
নতুন জামা দিয়ে গায়।
ওরে বিশু, ওরে রাখি,
প্রস্তুত কি হল ঢাকি?
আর দেরি তো যায় না করা
লগ্ন তবে যাবে না ধরা।


          [৭৯]
রাত্রি হল ন’টা মাগো
এবার দাও ছুটি
পড়া আমার হয়ে গেছে
এবার একটু উঠি।


বাংলা পড়েছি পড়েছি ইতিহাস
পড়াও করেছি ভূগোল
প্রশ্ন করলেই বলে দিতে পারি
পৃথিবীর আকারটা গোল।


অংক, ইংরাজি? পড়েছি তাও
পড়েছি মন দিয়ে পরিবেশ
ঘুমে আমার চোখ ঢুলে আসে
এবার করি পড়া শেষ?


          [৮০]
হুলো বিড়াল বলল এসে
ভয় পাস না আর,
আমি আছি যত পারিস
ইঁদুর ধরে মার।


মেনি বলে জানি আমি
ক্ষমতা তোমার কত!
কাজের বেলায় অষ্টরম্ভা
কথার বেলায় যত!