ঝম ঝম বৃষ্টি পড়ছে
বেরোবার জো নেই
ঘরে একা বসে আছি।
আমার চেতন পাখি-
উড়ে যায় সেই বসন্তে,
আমি হয়ে যাই -সেই আমি।


মাঝে মাঝে মেঘের গুরু গর্জন
আমার চেতনারে দিয়ে যায়
মৃদু স্মৃতি-হিল্লোল।
এই আমি মৃত,চেতনাহীন,
বসে আছি –সেই আমি।


বন্ধ দরজা দিয়ে –
কখন কোন্ অজান্তে
আমি চলে গেছি,না-
আমার আতীত এসেছে
জানি না।
শুধু অনুভুতি –সেই আমি।


জানালার ফুটো টা দিয়ে
ভেজা ডালে ভেজা কামিনি
সুগন্ধ  হারায়নি তখনও
আমারে চুম্বন দেয় –
চোখে চোখে-সেই আমি।


সেই জামরুল-ছায়া বারান্দা
অলস দুপুরে আমি একা,
সকলের অগোচরে-
তোমার আলিঙ্গন
চেতন পায়–সেই আমি।


বর্ষা থেমে গেছে কিছুক্ষণ
আমি ফিরে আসি।
ভেজা কামিনী বায়ু-ঘাতে
ফেলে আঁখি-জল,
আমি ফিরি না এক পলক,
বর্তমানের অনুশাসনে-
        এই আমি।