তুমি চলে যাবে?... যাও
তোমাকে তো যেতেই হবে,
কেননা,তোমার মালঞ্চে
শিমুল,পলাশ,ডালিয়া,দোপাটি
যুঁই,হাস্নাহেনা,মল্লিকা,মালতি
রঙ আর সৌরভের অপেক্ষায়
তোমার পথ চেয়ে দিন গুনছে।


তুমি গেলে তবে কানন হবে
কুসুমিত,পুলকিত  হবে মন;
উদাস,বিবাগী কাজল ভ্রমর
পরাগ সোহাগে গুনগুনিয়ে
ফলবতী করে তুলবে বন।


তুমি চলে গেলে এখানে সূর্য উঠবে
হাজার তারার মিটিমিটির মধ্যে
আগের মতই সুন্দর লাগবে চাঁদ ;
বসন্তে দক্ষিণা বাতাসও বইবে
ব্যালকনির গরাদের মধ্যে দিয়ে।


তুমি ভেবোনা,তুমি চলে গেলে
পৃথিবীতে প্রলয় আসবে,কিংবা
সৃষ্টি-স্থিতি রসাতলে যাবে,
প্রজাপতি ভুলবে রঙিন সাজ,
প্রেমের গল্প ভুলে যাবে তাজ।


সবই আগের রয়ে যাবে ...শুধু
একটি তির বেঁধা পাখির
পুরনো ক্ষত থেকে আবারও
কয়েক ফোঁটা রক্ত নিঃশব্দে
ক্ষরিত হয়ে জমাট বাঁধবে নিভৃতে
সব চক্ষুর অন্তরালে,একান্তে।