সুইসাইড নোট
                অচিন্ত্য সরকার


এখন বুঝি,কিসের এতো অভিমান ছিলো তোমার,
কিসের আক্ষেপে তুমি নীরব হয়ে চলে গিয়েছিলে।


আমারও এখন রোজ মনে হয়,
তোমার ঐ কথা গুলো
সুইসাইড নোট হিসেবে বুকে আটকে,
আমিও চলে যাই নীরব অভিমানে।


কেননা,তোমার মতো আমিও
কবি,নেতা কিছুই হতে আসিনি,
চেয়েছিলাম ভালোবাসার বিশুদ্ধ এক স্রোতস্বিনী।
কিন্তু,এই পৃথিবীতে তো টাকা,নেতা,
ক্ষমতা আর মিথ্যের ছড়াছড়ি।
ভালোবাসা,বিশুদ্ধ ভালোবাসা,
কোথাও দেখিনা কানাকড়ি!


তোমার মতো মুক্ত বিহঙ্গ,তোমার মতো
গানের পাখি,তোমার মতো বিশুদ্ধ সত্ত্বা,
উন্নত শির বিদ্রোহী বীর,
কেন এমন কথা বলতে পারে,
তা হাড়ে হাড়ে এখন বুঝতে পারি।


শত্রুর শেল সহ্য করা যায়,
কিন্তু নিখাঁত সততায় গড়া আপন পৃথিবী
যখন শত্রুর মতো বাঁকা চোখে চায়,
হৃদয় ব্যাপারীরা সে লোকসান
সহ্য করতে পারে না।
পাষাণভেদী বীর সত্ত্বাও কেমন দুর্বল হয়ে যায়,
আকাশ ছোট হয়ে সীমানার দ্বন্দ্বে জড়িয়ে পড়ে,
রামধনু হয়ে যায় ক্রুর চোখের কালো কুচকুচে ভ্রু।


বুকের ভেতর আর বুকের বাইরের
অসম প্রতিযোগিতায় হৃদপিন্ডটা
জোরালো কম্পন দিয়ে সরল গতিপথ খোঁজে,
লেখা হয় সুইসাইড নোট,এই শেষ প্রত্যাশায়,
আমার অবর্তমানেও যদি সে আমায় বোঝে।