স্বাদ
         অচিন্ত্য সরকার


ইলিশ উৎসব হচ্ছে মস্ত,
আহা রে!কি স্বাদ!কি তার গন্ধ!
টিভির পর্দায় শুকে নিয়ে সুগন্ধ
মিলিয়ে যাই জীবন ছন্দ।


নেতা,আমলা,সেলেব্রিটি
আর যত আছেন হোমরা চোমরা,
দেশ বিদেশের চকচকে তারকারা
চেখে চেখে খাচ্ছে তারা।


তুমি,আমি,আমরা যারা
রাত দিন পায়ে ফেলি মাথার ঘাম,
পিছিয়ে আসি শুনে ইলিশের দাম
আমরা তো জনতা আম!


হাইব্রিড তেলাপিয়া,পঁচা
আমাদি,আম করাটে,কাটা পোনা,
তাই কয়েকদিন পাতে পড়ে গোনা
ইলিশের স্বপ্ন আনাগোনা।


গনতন্ত্রে বাস করি,মাথাউঁচু
সবাই সমান বলে রোজ করি বড়াই,
সিরিয়াল,খররের টি.আর.পি.চড়াই
ভোট দিয়ে সংখ্যা বাড়াই।


ষোল শ' টাকা এককিলো
খাবার সাধ মিটে যায় দাম শুনে!
মনে হয় বেশী স্বাদ লংকা ও নুনে,
দিন গুজরান গুনে গুনে।