স্বাধীনতা তুমি
অচিন্ত্য সরকার


স্বাধীনতা তুমি,কবিতা লেখার ছাড়পত্র,
বন্ধুর সান্ধ্য ঠেকে খোলা আড্ডা,
ছাদে নিশ্চিন্ত রোদে আমসত্ত্ব।


স্বাধীনতা তুমি,জানালার অক্ষত কাঁচ,
মন্ত্র ও নামাজ পাঠের পৃথক সুর,
পিকনিকের পথে উদ্দাম নাচ।


স্বাধীনতা তুমি,টিভির চ্যানেলে তপ্ত তর্ক,
হাজার ফুলের গন্ধে বাগান ভরপুর,
সংসদে ওঠা ঝড়ো বিতর্ক।


স্বাধীনতা তুমি, নির্জনে আমরা দু'জন,
বাউল বাতাসে পাল তোলা নাও,
ধর্মতলার রাস্তায় অনশন।


স্বাধীনতা তুমি,ই ভি এমের রঙিন বোতাম,
তেষ্টায় কচি ডাবের বিশুদ্ধ জল,
ভি ভি প্যাটে দেখা ইচ্ছের দাম।


স্বাধীনতা তুমি,শ্রাবণ সাঁজে বিরহের গান,
ফেসবুকে পোস্ট করা খোলা চিঠি,
কান্নার মাঝে সান্ত্বনার অভিমান।


স্বাধীনতা তুমি,মায়ের মাটির অধিকার,
আকাশে উড়া ভোকাট্টা ঘুড়ি,
সব শোষণের প্রতিকার।


স্বাধীনতা তুমি,শত্রুর মুখে রক্ত-প্রতিবাদ,
শান্তি আবহে গুনগুন গাওয়া গান,
নিত্য নতুন জীবন স্বাদ।


স্বাধীনতা তুমি,মেঘের আনমনা ভেলা
ইচ্ছা খুশি তোলা সেলফি সুখ,
পানকৌড়ির জল খেলা।


স্বাধীনতা তুমি, বাবুই পাখির বোনা বাসা
আপন স্বপ্নের রামধনু নকশা,
সন্তানের সাফল্যের আশা।


স্বাধীনতা তুমি, মেলার মাঠে নাগরদোলা
দামাল খোকার হাঁটি হাঁটি পা পা
লোকাল ট্রেনে মশলা ছোলা।


স্বাধীনতা তুমি,অমূল্যে কেনা শ্রেষ্ঠ মান,
খেলার মাঠে যেমন খুশি সাজো,
বিশ্বজুড়ে মানুষের জয়গান।