স্বাধীনতা, আজ সত্তরের প্রজ্ঞা নিয়েও
তুমি, আপন অর্থ খুঁজতে হয়রান
রক্তমাখা নির্বাচনী বুথে বুথে,
উচ্চমার্গী দুর্নীতির পেশাদিরিত্বে,
নির্বাসিত কবির অব্যক্ত কথায়,
দারিদ্র সীমার অনেক অনেক নীচে
কিংবা, অতি বিলাসীতার নিশীথ গীতে।


তোমার অর্থ আজও গুলিয়ে যায়
রাম-রহিমের টিকি-দাড়ির প্যাঁচে,
জাল ওষুধ,জাল ডাক্তার,কালোটাকা
আর আইন ছাপিয়ে বওয়া, ক্ষমতার স্রোতে।
সংবিধান উজ্জ্বল করে,আছ,কাগজে কলমে
তবুও, অসহায়-নিরুপায় মানুষের কাছে
মনে হয় তুমি,আজও পোকা-কাটা।