তবু চেয়ে সূর্য পানে
              অচিন্ত্য সরকার


শুষ্ক এক মরুভূমি,তার বুকে আমি,
ক্যাক্টাস কবি এক,প্রেম রস শুকি।
কঠিন মাটিতে লড়ে,ফুটেছি অনামী,
শুষ্ক বালির ছ্যাঁকায়,কাটি আঁকিবুকি।


কাঁটায় মুড়েছি দেহ, রোদ সহে সহে,
বাঁচার মতন রস,রেখেছি শরীরে।
ভরসা শীতল ছায়া,অজানাই রহে,
শুকাতে শুকাতে ফুল,ধরেছি অন্তরে।


তবু রোজ গাল দেয়,মরুর দোসর,
আমার কারণে তার,বাঁধা পড়ে গতি।
ফুলের সুবাসে তার,কাটে সুরা ঘোর,
আমার শিকড়ে মরু,হয়েছে অসতী।


দশ দিকে দগ্ধ তাপ, উষ্ণতা অধরা,
তবু চেয়ে সূর্য পানে,আলো জপ করা।