তবু স্বপ্ন দেখি নতুন ভোরের
                        অচিন্ত্য সরকার


জগৎ ভরে ধুলো ধোওয়া,হাওয়ায় উড়ে খিস্তি,
বন্ধু সেজে ফন্দি আঁটে, মাৎ করতে কিস্তি;
কানফাটা শব্দ দানব,ইটের ফাঁকে পিষ্ট মানব
মুখোশ পরে ঘুরছে সবাই মোল্লা,পুরুত চিস্তি।


সেবার হিড়িক চলছে ছুটে,লক্ষ্য রেখে ভোটে,
মান সন্মান প্রতিপত্তি হিসেব রাখে নোটে;
প্লাস্টিকে দম বন্ধ,দূষণ-দানব ছাড়ছে গন্ধ
মধুর চাকে লুটতে মধু,বোলতা পোকা জোটে।


যে যার মতো বলছে হেঁকে, সত্যি মিথ্যে লুকোচুরি,
চাতক কাতর মেঘের ফোঁটায়,চেরাপুঞ্জির মেঘ চুরি;
শূন্য গর্ভের আওয়াজ বেশি,মাথা মোটার শক্ত পেশি
স্বর্গলোকের দখল পেতে,যুদ্ধ সাজে অসুর পুরি।  

আইন কানুন আছে সব,মুলুক তবু আজো জোরের,
মাটি-মা হচ্ছে কঠিন,আঘাত সয়ে ইট পাথরের;
সবুজ চুরি হচ্ছে রোজ,উন্নয়নের হচ্ছে ভোজ
সংখ্যালঘু সুস্থ মানুষ,তবু স্বপ্ন দেখি নতুন ভোরের।