তুমি এলে
                অচিন্ত্য সরকার


তুমি আসলে,তোমার সাথে,আমার ছাদের
বাগানে রক্ত করবী গাছটাতে
থোকা থোকা ফুল আসতো।
বাগান থেকে রঙিন প্রজাপতি উড়ে উড়ে এসে,
তোমার পিঠের উন্মুক্ত কমনীয়তা
ছুঁয়ে যেত আলতো।


তোমার ঠোঁটের আদল নিয়ে গোলাপ কুঁড়ি
মুখ খুলতো,অস্ফুটে কি যেন বলতে চেয়ে,
ভ্রমরের কানে কানে।
দক্ষিণের জানালাটা দিয়ে বসন্তের বাতাসে
ভেসে আসতো বেলফুলের সুগন্ধ,
তোমার এলো চুলের টানে।


তোমার আঁচলের রঙ মেখে গোধূলির শান্ত
আকাশ কনে সাজে সেজে উঠত
লাজুক লাজুক চোখ করে।
জোনাকিরা আলো জ্বেলে চলমান নক্ষত্রের
মতো মিটমিট করে ইশারা করতো
রাতের রাণী চাঁদটারে।


তুমি এলে আমার একুশ ফিরে আসতো
আবার আমার কাছে,হরিয়ে যাওয়া
ভালোবাসার বেহিসাবীপনা নিয়ে।
নীল সমুদ্র দেবতা আর অসুরদের মধ্যে,
নাগ বন্ধনে লড়াই চলতো
অমৃত লাভের অধিকার নিয়ে।