তুমি আসবে বলে
     অচিন্ত্য সরকার


তুমি আসবে বলে,প্রকৃতি মায়ের কোলে
মেঘ গুলো সেজে নিল আলোর রঙে
আকাশের নীল হল আরও বেশি গাড়,
মেঘদূতেরা পানসি ভাসালো আনমনে।


কাশ ফুলের অট্টহাসিতে কলকলিয়ে
উঠল নদী।লাজুক শিউলি পড়ল ঢলে
ভোরের কুয়াশা ভেজা  দুব্বার বুকে;
ভিজে সোহাগ মাখা,ধরণীর কোলে।


নতুন স্বাদে ভরা,শিরশিরে লাজুক ভোর
দিন গোনার সুখে শিশু কিশোররা মত্ত,
জানিয়ে দেয় আগেভাগে তোমার খবর
আকাশ বাতাস জুড়ে আগমনী উদাত্ত।


তুমি আসবে বলে  মনের ছেঁড়া তারে
আবার টুং টাং সুর ওঠে বাউল বাতাসে,
তুমি আসবে বলে স্মৃতির ধুষর পাতার
সেই চোখ উঁকি মারে মনের আকাশে।