গৌতম বুদ্ধ...
বোধিবৃক্ষের তলে বসে চোখ বুজে আছেন আজো?
অথচ ওরা যে হয়ে গেছে কত নির্মম কত নৃশংস
লুটপাট জখম ধর্ষণ খুন অগ্নিসংযোগ শেষে
লাশের উপর কেমন করে যে নৃত্য!


জীব হত্যা মহাপাপ...
আপনার অমিয় কণ্ঠে আহবান ছিল মানবতার
তবে কী তা হয়ে গেছে নিছক বাণী?  
জিঘাংসার আগুনে পুড়ে যাচ্ছে কত বৃদ্ধ শিশু নারী-
আপনি কি আজ শুনতে পাচ্ছেন কিছু??


গৌতম বুদ্ধ...
সভ্যতার দুরন্ত ঘোড়ায় চড়ে কী করে যেনো
ওরা হয়ে গেছে সব আদিম বর্বর অসভ্য!
দুধের শিশুকে পুড়িয়ে দিতে প্রাণ কাঁদে না-
নাফের বুকে বয়ে যাচ্ছে শুধু লাশ আর রক্তের বন্যা।


তবু পৃথিবীর ‘কোথাও কোনো ক্রন্দন নেই’-
স্বভাবে মানুষগুলো হয়ে গেছে পুরোদস্তুর বেনিয়া,
হাড় ছাড়া শান্তিসংঘের একটি কুকুরও শব্দ করে না!!!


[‘কোথাও কোনো ক্রন্দন নেই’- কবি শহীদ কাদরীর একটি কাব্যগ্রন্থের নাম]