প্রতিটি দুঃখের জন্ম আমি জানি!
প্রতিটি কবিতার জন্ম আমি জানি!
প্রতিটি ফুলের জন্ম-
আকাশ নীলের জন্ম-
ধূসর মেঘের জন্ম-
প্রতিটি ঢেউয়ের জন্ম-
খুব জানি! খুব জানি!


হাহাকার কেমন ঘূর্ণি তোলে বুকে খুব জানি!
তৃষ্ণার গোপন ঘর-সংসার জানি!
জোছনার রুপালী পাহাড় বরফ হয় নিঃসঙ্গতায়,
সেই নিঃসঙ্গতা কেন আমায় ডাক দেয় দূরে-
তাও জানি!


স্বপ্ন সরোবরে পদ্ম ফোটার গল্প সেতো জানি
ঘাসের চুম্বনে শিশির পড়ার লগ্নটুকু জানি
প্রতিটি শিহরণ ….
মুহূর্তের সম্মোহন ….
হৃদয়ে শ্রাবণ ….
বেশ জানি!


প্রতিটি ভালোবাসার জন্ম আমি জানি!
জানার ইচ্ছে ছিল না কখনো –
তবুও বিরহের কষ্টটুকু জানি!
অনেক বেশি জানি! অনেক বেশি জানি!