ভাসতে ভাসতে পেলাম যখন জলের নীড়
তখন কেনো হাতছানি দেয় শ্যামল তীর!
কৃষক তো নই আমি আর,
বুঝি না মাটির ছলাকলা-
আকাশের দিকে তাকিয়ে বলতে পারি না
বৃষ্টি হবে কিনা!
বুক ভরা ফসলের ঘ্রাণ নিয়েও
মনে পড়ে না কোনোই ঋতুর নাম;
কৃষক তো নই আমি এখন
ভালোবাসার জন্য যে কৃষকের খুব প্রয়োজন!


সুফলা প্রান্তর দেখে তবু দুঃখ হয়
খুব দুঃখ হয়,
আমাকে কৃষক বানাতে কেউ ছিল না
কখনো ছিল না!