উন্মত্ত-ক্ষ্যাপা দুই ষাঁড়ের লড়াই দেখছে জনতা!
ভীষণ ক্রোধে ভীষণ বেগে তারা ফুঁসে ছুটে আসে
পরস্পরের দিকে, আর প্রায়শই
আছড়ে পড়ছে তোমার আমার ওপর;
যার ফলাফল- রক্ত, জখম, মৃত্যু, কান্না, বীভৎসতা!


এই পাগলা ষাঁড়ের লড়াই সহসা থামবে না হয়তো-
যার একদিকে আছে বেহিসেবি রক্তচোষা পুঁজিবাদ,
অন্যদিকে অপরিণামদর্শী অন্ধ উগ্র মতবাদ!