অন্ধকার খুব সয়ে গেছে চোখে!
আমাদের উপাসনা এখন অন্ধত্বের,
অন্ধরাই বার বার উঠে বসে মসনদে।


পদ্মা-মেঘনা-যমুনা বিধৌত গাঙ্গেয় দ্বীপে
ওঠে রক্তের বুদবুদ; পঙ্গপালের ভিড়ে
গৃহস্থালি ফেলে ছুটছে বিভ্রান্ত মানুষ।
নিরন্ন বৃক্ষের ডালে ঝুলে থাকে ক্রসফায়ার
বিস্ফোরণ হাহাকার, অরক্ষিত এ সময়
জন্ম দিয়েছে অনেক অচেনা মুখ! ভয়ংকর মুখোশ!


তবু শহর জুড়ে অন্ধদের দারুণ উৎসব
জাতীয় প্যারেড স্কয়ারে দাঁড়ানো দর্শকের সামনে
পতপত ওড়ে রক্তভেজা মলিন পতাকা!


**কাব্যগ্রন্থ - ‘এপ্রান্ত আমার’/আছির মাহমুদ/২০০৬