কোথাও তাঁকে খুঁজে পাই না!
তবু সে আছে;
ঝড়ের বিষাক্ত নিঃশ্বাসে অসহায় চার দিগন্ত
নিজেকে পুষ্টিহীন করে অজানা কোন প্রাণের প্রতি
সন্তানসম্ভবা রমণীর মতো নিজেকে বোঝাতে চায় –
‘তবু সে আছে’!
শুধু একটু প্রতিক্ষা; তারপরই সে বেরিয়ে আসবে
বিশ্ববিখ্যাত কোন ম্যাজিসিয়ানের মতো,
এক পশলা বৃষ্টি হয়ে ভূপৃষ্ঠের জরাজীর্ণ নক্ষত্রলোকের
সব গ্লানি মুছে দিয়ে অম্লান আনন্দ এনে দিবে।
বসতি গড়বে আমাদের মাঝে
আমাদের সুখে সুখী, আমাদের দুঃখে দুঃখী হবে
আমাদের দেখাবে দীর্ঘ সুন্দর সেতু –
ফিরিয়ে আনবে সম্ভাবনাময় দিনরাত্রি!


আমরা তাঁরই সন্ধানে থাকি, অনন্তকাল খুঁজে ফিরি তাঁকে
হিমালয় গাছপালা নদীনালা চন্দ্রপৃষ্ঠ গ্রহ-গ্রহান্তরে
নির্লিপ্ত পৃথিবীর বক্ষ ছেদ করে আমাদের ক্লান্তিহীন শ্রমে
আমরা আমৃত্যু চলতে থাকবো তাঁর সন্ধানে!