অন্যকোথাও চলে যাব এবং একাই যাবো
বেঁচে থাকার দুঃখটা যখন শুধুই আমার
তবে একাই যাবো- সাথে কোনো পাথেয় নিব না!


জীবন তো এমনই! যা চায় মানুষ তা পায় না
অতৃপ্তি আর তৃষ্ণার ডালে ঘর বাঁধি তবু;
মানুষের চেতনায় মিশে থাকে অনুক্ষণ মৃত্যু-ছায়া
তাকে ভুলে যেতে ভেসে যায় কেউ কেউ,
গেয়ে ওঠে- মাস্তি, মাস্তি, মাস্তি সারাবেলা!


আফসোস, আমি ভেসে যেতে পারি নি স্রোতে-
আমি কাপুরুষের মতো মরে গেছি মরার আগে!
আমি সংশয়বাদী এক ব্যর্থ কবি-
সময়ের অস্তিত্ব নিয়ে আমার অবিশ্বাস!
জীবনের উদ্দেশ্য নিয়ে আমার অবিশ্বাস!
প্রগতির আলো নিয়ে আমার অবিশ্বাস!
মানুষের স্বস্তি নিয়ে আমার অবিশ্বাস!


যেনো আমি এক সুখস্বপ্নে বিভোর হয়ে আছি-
ঘুম ভাঙ্গলেই দেখবো আমি নেই
আমি কোথাও নেই!
আমি কোথাও ছিলাম না!


আমি অন্যকোথাও চলে যাবো সেই ভাল,
আমার ভিতর ক্রমেই বেড়ে উঠছে এক পোকা-
মিড-লাইফ ক্রাইসিস অথবা পরাবাস্তবতা!