কোথায় তোমার দেশ ?
কাঁটাতারে ঘেরা এই যে ভূখন্ড
সারে চার হাত ?


কাঁটাতারের দিগন্তে যে কুয়াশা,
উন্মোচন কর...
যে নীলিমা,
জলরাশি,
নক্ষত্র মালায় আলোকিত
সীমান্ত থেকে সীমান্ত----


সে তোমার দেশ নয় ?


এই শূন্য দ্বীপে
এক মধ্যরাতে জেগে উঠে দেখ
তোমার দুহাত ভরা ছিন্নতা আর
দেশপ্রেম !