যত কাছে আসে পুজো, বিপরীত পথে হাঁটি।
পুজো কোনোদিন আমাকে ঋদ্ধ করে না।
প্রান্তরে চলে যাই। খুঁজি, একা কে দাঁড়িয়ে।
নদী ভ্রম হয় জ্যোৎস্নাকে, একা।
গোলপাতার ডুমুর গাছ, সেও  একা।
আশ্বিনমালায় ঝরে যে শিশির, একা।
অনন্ত রাত্রির বুকে উঠে আসে পঞ্চমীর চাঁদ, একা।


একলা বসেছে সে চুপটি করে
পৃথিবীর  নিবিড় ছায়ায়
একটি নিরালা মুখ
দেবীর সে মুখ।
একা।