আমি কাঁদিয়েছি তোমায়,
তুমি কেঁদেছো মনে ভোরে|
আমার পায়ের শক্তি পরীক্ষা
সোয়াছো তুমি হাসি মুখে|
জন্মে আমি তাকিয়ে দেখি
তোমার ওই দুই অশ্রু আঁখি
চিনলাম জগৎ তোমার চোখে,
হাসি মুখে মা নিলে বুকে|


তোমার রক্ত পান করে মা
হয়েচ্ছি  আমি মানুষ
তাই তো তোমায় কাঁদিয়েছি
আমি এমন অমানুষ  !!
রাতের পর রাত জেগেও
তোমার চোখ হয়নি ক্লান্ত
আমার কাছে ছিলোনা সময়
তোমার জন্য অল্প।
আমার খিদে চিনতো তোমায়
তোমার হাতের স্পর্শ ছোয়া,
আমি চিনিনি তোমার হৃদয়
কি তোমার ইচ্ছে চাওয়া।


যেদিন গেলে আমায় ছেড়ে
অন্ধ ভুল গেল ভেঙে
এবার আমি তাকিয়ে দেখি
আমার দুই অশ্রু আঁখি!!
থাকতে তোমায় বুঝিনি মা,
খুজছি এখন পাগল হয়ে
তোমার রক্ত সাদা হয়ে মা
বইছে দেখো অশ্রু হয়ে।
ক্লান্ত আমি তোমায় চাই
কোথায় তোমার স্পর্শ পাই ??
তোমার কোলে মাথা রেখে মা
একটু আমি ঘুমাতে চাই।


ফিরে যেতে চাই আমি
অতিতে আবার তোমার কাছে,
ভুল যা করেছি আমি
শুধরে নেবো তোমার কাছে
কাঁদাবো না তোমায় আমি,
কাঁদছি দেখো তোমায় ঘিরে।