আমি ছুঁতে যাই, পালিয়ে বেড়াই
মরীচিকা বালুরাশি অতৃপ্ত অট্টহাসি,
চোখ রাঙিয়া মুখ বেঁকিয়ে
মারছে চাবুক হাসি মুখে।
মায়াবী তোর কথার পরে
ছুড়ছে তীর সময় সৈন্য সাজে
তলোয়ারী সমাজ ভীষণ ভারী
দাঁড় রুখে দাঁড়িয়ে সারি।


ক্লান্ত আমি সান্তো নই,
যুদ্ধ আছে অস্ত্র নাই
উত্তর আছে প্রশ্নের আভাব
তোকে নিয়েই আমার জবাব
নিঃস্তেজ দেহ মুক্তি চায়
স্বপ্নে কি এলি তাই ???


কাল সকালে যুদ্ধ সাজে,
সময় সমাজ থাকবে জানি।
আবার আমার শত চেষ্টা,
ব্যার্থ করার পূর্ণ প্রচেষ্টা।
আবার যখন ক্লান্ত হবো
স্বপ্নের দেশে চোখ মেলাবো
তখন যদি আশিষ ফিরে,
সেটাই আমার পুরস্কার!!
সেটাই আমরা অহংকার।