তুমিতো সেই চন্দ্র যাকে ঘিরে রেখেছে অন্তরীক্ষের সেই লক্ষ আলোকবর্তিকা,
তুমিতো সেই সূর্য যার অনলে রয়েছে শত মঙ্গলচিহ্ন আঁকা।


তুমিতো সেই নির্মল যে ঘাতকের মতো সমালোচকদের ও ভেবে নাও আপন,
তুমিতো সেই সরল যে রাজা হরিশচন্দ্রের ন্যায় ত্যাগ করেছ সকল সুখের আসন।


সেই তুমিই যে অমাবস্যায় ও দেখো জোৎস্না প্লাবিত আকাশ,
যাকে কাবু করতে পারে না আড়ালে থাকা শত দীর্ঘশ্বাস।


একটিবার ভেবে দেখো তোমার মতো কেউ নেই তোমার রাজত্বে,
তবে বৃথা কেন দুঃখ পাও এসব কালতত্বে।


প্রয়োজন কিবা তোমার অধিক প্রাপ্তির,
পূজারী হও সেই ত্যাগের আরতির।


তুমিতো সেই যে জাগরণের পথপ্রদর্শক,
তুমিতো সেই যে বহুমূল্যের খুঁজে পাওয়া হীরক।
                    ..................….......