এ জীবন মুক্ত বিহঙ্গের মতো— শুধু উড়তে চাই
এ জীবন সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো—বাধাহীনভাবে ছুটতে চাই
এ জীবন মূলত শিমুল ফুলের তুলোর মতো—যার নির্দিষ্ট কোন গতিপথ নেই
মূলত এ জীবন ইচ্ছে মতো বাঁচতে চাই
পাখির মতো স্বাধীন আকাশে ভাসতে চাই
কিন্তু হায়! এসব কি আর সম্ভব বটে
এ জীবন তো আর রূপকথা নয়
কলমের কালিতে এ জীবন তো আর সীমাবদ্ধ নয়
প্রকৃতি তার নিজস্ব নিয়মে এ জীবনের গতিবিধি নিয়ন্ত্রণ করছে
খড় কুটোর মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে
অচেনা-অজানা তথাকথিত গন্তব্যে
যেখানে মানুষ বড়ই অসহায়।


আমি সত্যিই এভাবে বাঁচতে চাই নি
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমি আজ অসহায়
আমি মূলত মহাবিশ্বে যত দুর্গম মরুপথ রয়েছে
নির্বিক-নির্ভয়ে সব অসাধ্য সাধনে
দিগ্বিদিকের সকল মহাজঙ্গল পাড়ি দিয়ে
জীবনের অপ্রতিম স্বাদ নিতে চেয়েছিলাম।


আমি সত্যিই এভাবে বাঁচতে চাই নি
বিশ্বজুড়ে সভ্যতার অসুরে যত অপভ্রংশ
সামাজিক পরিসরে যত রণ-হিংসা
গ্রাম্য-গঞ্জে যত অগ্নি-বৃষ্টির বীভৎস ধোঁয়া
বড় বড় অট্টালিকায় যতসব কাপুরুষের দল
আমি সকলেরি বুকে পা চড়িয়ে বিচিত্রভঙ্গিতে
হুংকার স্বরে সকল কসুরতার শেষ রটাতে চেয়েছিলাম।


১১/০৫/২০২০ইং