এক-মুঠো ভাত চাই আমার
প্রচন্ড ক্ষুধায় কপোকাত আমি
ক্ষুধার্ত দেহে মানবিকতা ভুলে গেছি আজ
সকল আদর্শ-নীতি এই ক্ষুধার কাছে অতি তুচ্ছ
প্রেম-ভালোবাসার যন্ত্রণা এ ক্ষুধার তাড়নায় মূল্যহীন
এই ক্ষুধার হত্যাযজ্ঞ কামরে আমি আজ মৃত্যুমুখী
চাই শুধু এক-মুঠো ভাত, তবেই আমি মানুষ
নয়তো আমি আর মানুষ হয়ে থাকতে চাই না
কোন বাঁধায় আমায় আর ঘরে বাঁধতে পারবে না
মানুষের শরীর ছিঁড়ে খেতেও আমি পিছু হাঁটবো না
হিংস্র পশুর ন্যায় খেয়ে যাবো স্বজাতিকেও
ক্ষুধার কষ্টে মৃত্যু-ভয় আজ রসিকতা লাগে
প্রিয় মুখগুলো ক্ষণিকেই অপরিচিত সাজে
হৃদয়ে ধূসর ছাপ দে'য়া সুপ্রাচীন গানগুলো
কর্ণকুহরে আর সাড়া দিয়ে স্বপ্ন দেখায় না
মূলত আমার পেটে এখন সর্বগ্রাসী ক্ষুধা
তাই কোন বিলাসিতায় আমায় আর নাড়া দেয় না
বেঁচে থাকায় যেন জগতের চির-সুন্দর সত্য
বেঁচে থাকায় যেন আজ আনন্দের মূখ্য-বিষয়
তাই, আমি আজ কোন বাধায় মানি না
কোনটি ন্যায় কোনটি অন্যায় কিছুই জানি না
আমার শুধু এক-মুঠো ভাত চাই
নয়তো রফিক আজাদের মতো আমিও বলতে বাধ্য— ভাত দে হারামজাদা, তা না হ'লে মানচিত্র খাবো।


১৮/০৪/২০২০ইং