নাগরিক জীবনের তিক্ততা ছাড়িয়ে
কৈশোরের অর্বাচীত তৃষ্ণা মিটাবো বলে
ক্ষীণ-প্রশান্তির আশায় বহুদূরের পথ ধরেছি
মুক্ত আকাশে ডানা মেলেছি নিঃশঙ্কতা নিয়ে
নীহারিকা পেরিয়ে ভানু-ভাষ্করকে দেখেছি ভিন্ন রূপকে
সহস্রতালে বেজে উঠেছে মৌনিক-প্রমত্তার ছুপানো নিনাদ
তীব্র কোন ঝংকারে জেগে উঠেছে আমার ঘুমন্ত বিনাদ
সকল ক্লেশ-ক্লান্তি-যাতনা যেন ঐ ঐশ্বর্যের তলে ধূলিসাৎ
ক্ষণিকেই পরমাত্মা আজ শান্তির পরমাষ্পর্শে
সভ্য-উন্মাদ
আজ আমি বদান্যতার পরিত্রাণ রটিয়ে
অসাম্যতাকে সাম্যের সৌন্দর্যে মুগ্ধ করে
প্রকৃতি প্রেমে অবাঞ্ছিত-অশোভন এক সন্ন্যাসী।


জাফলং, সিলেট।
১০/০৩/২০২০ইং