কখনো কখনো আমার মনে হয়
পূর্বাপরে যতো বাসনা ছিলো মনের গহীনে
তা মূলত আমার অজ্ঞতার বহিঃপ্রকাশ
মহাপুরুষ হওয়ার যে নিছক সাধনা ছিলো
তা সত্যিই আমার মূর্খতার পরিচয় মাত্র  
মহার্ঘ মহাজন হলে হয়তো আমার অন্তর
অহংকারের শৌর্যেবীর্যে তলিয়ে যাবে
হয়তো তখন আমি আর মানুষ থাকবো না
তাই আমি আর কখনো মহাপুরুষ হতে চাইনা!


আমি এখন অন্য ভাবে বাঁচতে চাই
আমি মূলত মাটির সাথে মিশে মাটির
কষ্ট আর যন্ত্রণার ভাগিদার হতে চাই।
আমি জলের মাঝে তলিয়ে জলের
সীমাবদ্ধতগুলো জানতে চাই।
আমি তেলাপোকার পাশে বসে তেলাপোকা হতে চাই—শুনতে চাই তাদের অভিযোগগুলো
জানতে চাই তাদের আন্দোলনের কারণগুলো!
আমি পীপিলিকার সাথে হেঁটে বহুদূর যেতে চাই—জানতে চাই তাদের পা'য়ের মহাশক্তিকে
দেখতে চাই তারা কীরূপে ভূমির বিপরীতলেও সক্রিয়।
আমি শুনতে চাই, রক্তের নেশায় মশাদের আত্ননাদের চিৎকার—অনুভব করতে চাই, তাদের নীরব সংগ্রামের কথা।
আমি বৃক্ষের পাশে দাঁড়িয়ে বৃক্ষ হতে চাই—
জানতে চাই তাদের উদারতার মাহাত্ম্য।
পৃথিবীর শুরু থেকেই তাদের যে মহাজাগরণ
আমি তাতে অংশ নিতে চাই।


আমি আসলে বিভ্রান্ত
আমি কিছুতেই কেন সন্তুষ্ট নই!
মূলত আমি কি চাই, তা নিজেও জানি না
প্রকৃতপক্ষে আমার সন্তুষ্ট হওয়ার কথাও নয়
আমি যে সারতঃ মানুষ, আমি যে অসীম
সীমাবদ্ধতা আমার অস্তিত্বে বেমানান।


১৫/০৫/২০২০