মেঘের প্রকান্ড গর্জন শোনা যাচ্ছে
আকাশ থেকে বৃষ্টি নামছে দারুণ তোরে
দুঃখ-পুকুরে উতালপাতাল পানির ঢেউ
এই অসময়ে দুঃখের ভাগিদার, আছিস নাকি কেউ?


কামনা আজ বর্শার মতো ভেদ করছে হৃদপিণ্ড
বাসনা আজ প্রতিনিয়ত ছুড়ির ফলার মতো বর্শীভূত
জীবনের প্রতিটি মুহূর্ত বিপন্ন করছে নিভ্রত আশা
পরমানন্দময় স্বপ্ন বারবার আমায় পরাজিত করছে
তবু জীবনকে উপেক্ষা করে এগিয়ে চলছে স্বপ্ন
অনাকাঙ্খিত অনুপ্রাসের স্বদিচ্ছা বরাবরই হচ্ছে ভগ্ন।
জীবন আজ নদীর মতো এগিয়ে চলে অজানিত গন্তব্যে
নদী যেমন সমুদ্রের প্রেমে উন্মাদ হয়ে ছুটতে থাকে
সমুদ্র যেমন আকাশের কাছে মিলনের ভিক্ষা চাই
আমিও ঠিক অবহেলাকে ভালোবেসে ছুটে চলছি
র্নিলজ্জের মতো আগলে রেখেছি প্রিয়-অবহেলাকে
মৃদু-হাসিতে বারবার প্রমাণ করেছি আমার অসুখ
তবুও অবহেলা আমাকে কখনো করুণাও করেনি
কখনো করেনি...


৪জুলাই,২০২০ইং