এই শহরে মৃত্যুর আত্ননাদে কারো আর ঘুম ভাঙেনা
অকাল মৃত্যু দেখেও, কারো চোখে আর অশ্রুজল ভাসেনা
ভবলীলায় মগ্ন পৃথিবী মৃত্যু ভয়ে আর জড়সড় নয়
জগতের টানে মিথ্যাকে সত্য জ্ঞানে
অবলীলায় মত্ত জগৎ এখন চক্ষুহীন সার্থান্বেষী।


জগতের ভম্রে অভিশংসিত মানুষ
এখন অজ্ঞতায় সিক্ত হয়ে পথ চলছে
অপলীলায় শাণিত হচ্ছে তাদের অন্তর
তারা এখন সৃজনী উদ্দেশ্য ভুলে গেছে
সাময়িক রূপভেদের তন্ত্রে বিভোর হয়ে
ক্ষণস্থায়ী, মিথ্যা শান্তির পিছনে ছুটছে
মানুষ এখন নিয়ম তান্ত্রিক জগতের শর্ত
ছাড়িয়ে বহুদূর অতিক্রম করেছে
ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, ধ্বংসের দ্বারপ্রান্তে
তাই,অতি নিকটেই বিনাশ তাদের নিশ্চিত।


শুদ্ধ হও, সভ্য হও! এখনো সময় আছে
ওহে মানুষ, সত্যের উপাতনে মুক্তি খুঁজো
উপমিত হও স্রষ্ঠার অভিপানে।
জাগ্রত হও, উদিত হও! এখনো সুযোগ আছে
ওহে মানুষ, কখন যে মৃত্যু নিয়ে যাবে তোমারে
সৃষ্টিকর্তা পরম করুণাময় প্রভুর সমপানে।


০৮/০১/২০২০ইং