যেতে নাহি মন চাই, তব সৌরভ ছাড়ি
সঙ্গোপনে তব আচ্ছাদনে রহিবো সাজি
ফিরতে নাহি মন চাই, তব শোভন ছাড়ি
নীরবে অতি নিভ্রিতে তব পরশে রহিবো বাঁচি ।


তোমায় দেখি আমি নীরব ভাবনায়
স্বপ্ন ঘোরে এসেছো আজ মোর নিরালায়
লিখবো কাব্য দুজন মিলিয়া প্রেম-বাহানায়
সাজাবো ভুবন রঙিন করিয়া সুসজ্জিত আয়নায়।

কখনো কখনো তব মোহে বিষণ্ণতায় ভুগি
পরক্ষণেই, তব পরশের ভাবনা ভাবিয়া
সুখান্দন লালন করি
আর সকল যাতনা ভুলিয়া
প্রেম সম্ভাষণে তব বিচ্ছেদে
প্রণয়ের গাহন গাহি।
এবং বিরহী দান্তে মনবাসনায় ভাবি
কবে যে আসবে দিবস?
তোমারে লইতাম মোর সাথী।
ভাবনা মোর আছে বহুদূর
ছুইবো লইয়া তোমারে অদূর সুদূর
দেখিবো আকাশ, কতো মনোরম ভিন্ন বাতাস
বহু আয়োজনে দেখবো আরো
পৃথিবী বিখ্যাত বহু নানন্দিক সকাশ।


প্রেয়সী,
কোন এক অবসরে বিকেল বেলায়
এসো মোর প্রাতে, বসবো দক্ষিণ জানালায়
হাতে হাত রেখে,স্বপ্নীল ভুবন দেখাবো তোমায়
পাড়ি দিবো, প্রেম্মো নিবাস সভ্য সীমানায়।


০১/০১/২০২০ইং