নিয়তির ধব্জা উড়িয়ে
তোমরা যে গড্ডালিকা বিহনে
মরুপথে যাত্রা ধরেছো
সে যাত্রা কি আদৌ গন্তব্যে পৌঁছাবে?
সভ্যতাকে দোষারূপে
তোমরা যে অতুল সমুদ্রে
নাবিক বিহীন জাহাজে চেপে বসেছো
সে জাহাজের তলায় আদৌ কোনদিন বালুর ঘষা লাগবে কিনা, তা সন্দেহজনক!


সর্পিল নদীর ন্যায় তোমাদের গন্তব্যহীনতা
পথের চৌরাস্তায় দাঁড়িয়ে পথ হারানোর মৌনতা
তোমাদের আত্নগোপনে লুকিয়ে থাকা নিয়তাত্মাকে
কোনদিন আত্মশুদ্ধির পথ দেখাতে পারবে না।
এভাবেই চলতে থাকলে
তোমাদের অন্তেষ্টিক্রিয়ার প্রজ্ঞাপন অপবিত্রতার ঊর্ণাজালে পতিত-শ্মশানঘাটে রক্ষিত হবে।


তাই বলি, তোমাদের মাথার উপরে ভাসমান
অপূত শামিয়ানার চাদর ফেলে দিয়ে
এমন এক পরশ পাথরের সন্ধান করো
যাঁর আদলে রাতারাতি হয়ে যেতে পারো
বিশুদ্ধ এবং পূতপবিত্র আত্নসত্ত্বার কর্ণধার।


২৯জুলাই,২০২০ইং।