মানব গন্ডি পেরিয়ে দেখি সবই তো অর্থবহক
জগৎ শূন্যের সকল সৃষ্টিই মূলত স্রষ্টার পরিচায়ক
অযথা এতো কলহ কেনো? স্রষ্টার পরিচয়ে
গভীর জ্ঞানে ধ্যান কর, দেখবে স্রষ্ঠা সর্বপানে।
ক্ষুদ্র হতেও ক্ষুদ্র পরিসরে দেখো,প্রভু-ই দীপ্তবান
প্রতিটি সৃষ্টির অন্তরালে দৃষ্টি অর্পণ কর
দেখবে, সর্বমূলে স্রষ্টার স্ব-তত্ত্ব দৃশ্যমান।
অপরিচয়ের পরিচয় উন্মোচিত হয় নৈসর্গিকী ধ্যানে
সৃষ্টির উদ্দেশ্য সার্থক হবে প্রেমাম্পদকে সর্বোচ্চ জ্ঞানে।
মরিবার আগে মরিয়া গিয়া প্রেমে মশগুল হও
খোদা পানে মগ্ন হয়ে,সৃষ্টির উদ্দেশ্য খুঁজিয়া লও!


১৩/০২/২০২০ইং