অভিসন্তাপ আর নির্বেদ-অনুতাপে
বারে বারে মনে হয়,এই বৈচিত্র্যময় জগতে
জীবনের ক্ষয় করে উদ্দেশ্যহীন পথে
নিরবধি এই যে ছুটে চলা অজানিত গন্তব্যে;
শীর্ণলতায় বেড়ে উঠা ডালপালার মতো
জীবনের অক্লান্ত ও অবিরাম যে পথচলা
তা সারতঃ আমার কাছে অর্থহীন ও বাহুল্য।
আমরা প্রকৃতপক্ষে ভুল পথের সন্ধানী
আমরা মূলত অর্থে মিথ্যা আলোকের অভিসারী
চিন্তালব্ধ সূক্ষ্ম-জ্ঞানে ভাবলে দেখা যায়
জগতের প্রতিটি ক্ষুদ্র হতে ক্ষুদ্র পরিসরে
স্রষ্টার পরিচয় অন্তঃনিহিত-অম্লান আছে
অথচ তা উম্মোচনে আমরা বিন্দুমাত্র উৎসাহী নই
আর এদিকে প্রতিনিয়ত অবলীলা, ঘৃণ্যলীলা
এবং অপকর্মের চাকচিক্যে আমরা আগ্রহী হয়।


০৫/০৬/২০২০ইং