জীবন ঝিমিয়ে গিয়েছে ---


বর্ণিল পৃথিবী আজ বড্ড বিবর্ণ
চারদিকে শুধু বিরহের হাহাকার,
আত্মার দেহ হারানোর চিৎকার।
ভূল ভালোবাসার শত গল্প, সহস্র কবিতা,
পাওয়া না পাওয়ার বেহিসেবী খেয়ালে, জীবন হারিয়েছে তার গতিময়তা।


এখন আর সেই দিন নেই-
হেমন্তের গাঙচিল ঝাঁকের পিছু ছুটে না কেউ,
মনুষ্যত্ব হেরে যাচ্ছে লালসার কাছে, বিকে যাচ্ছে জলের দামে।
মরিচীকার পেছনে ছুটছে সবে,
কেউ জানেনা এর সুরাহা কি? কবে হবে।


কোনকিছুই আর আগের মতো নেই,
সে-হোক ভালোবাসা, প্রীতি কিংবা ঘৃণা -
প্রয়োজন কিংবা প্রিয়জন সবই মিথ্যে ভরা,
চারদিক ছেয়ে যাচ্ছে ঘোর অমাবস্যায়
কালো-কালিতে জীবন রঙিন করতে ব্যস্ত সবাই।


জীবন ঝিমিয়ে গিয়েছে, মনুষ্যত্ব খোঁড়া পায়ে হাঁটছে।