শব্দ রা এসে যখন ভীড় করেছিলো,
তোমার দৃষ্টি তখন অন্যকারো দিকে
কত কথা ছিলো বলার , কত কথা জমেছিলো মনে
সব কথা হারিয়ে গেছে মুখচোরা শব্দের ভীড়ে।


আমি চাইনি এমনটা হোক
এখন আর চাইনা তাকে
চাইনা সে-ও ভাবুক আমাকে,
চাইনি কভু দেখা হোক,
তবুও..  হয়েছে কত কিছু
আবারও পুরনো শোক।


কত কথা ছিলো বলার, কত কথা জমেছিলো মনে
এক চিলতে তাকিয়ে মুখপানে,
তখনো অন্যকেউ তোমার দৃষ্টিতে
হাঁটছি আমি একা বিপরীতে,  
জমে থাকা কথা সব হারিয়ে গেছে দু-ফোঁটা বৃষ্টিতে।


মাঝেমাঝে স্বাদ জাগে, পরক্ষণেই যায় মরে
তুমিতো কেউ নও, কিছু নও
কিছুকাল ছিলে সাথে, স্বেচ্ছায় গিয়েছো সরে,
তবুও স্বাদ জাগে তোমার তুমিটা আমার হোক
অথচ তুমিতো কেউ নও, পুরোনো শোক।