রাতের নৈঃশব্দ্য যায় ভেঙে
    কাক ডাকা ভোরে অগ্নির সূচনলগ্নে,
সময় স্রোতে গা ভাসিয়ে,
এগিয়ে যাচ্ছি ক্রমশ
  জীবন সমুদ্রের অথৈজলে।
গোধূলির শেষলগ্নে সময় ফুরিয়ে এলে,
  ফিরে আসবো তীরে,
নতুন কোন নীড়ে,
   আপন কেউ কিংবা বেওয়ারিশ লাশ হয়ে৷


আলোর প্রহর গুনে ফের নামে আঁধার ,
আঁধারে হারায় আলো
      আলোতে আঁধার,
    আলোর আশায় কেবল হইয়ো না দুঃখী,
জীবন, সে-তো একগুচ্ছ আলো-আঁধারেরই সমষ্টি।