কাজ শেষ। সারাদিনের পর যখন ফিরি,
তোমার কাছেই আসি।
কারণ তুমি আমার ঘর, তুমিই আমার বাড়ি।


ক্লান্ত ডানা , গাছের ছায়া, শান্ত সরোবর।
শীতলপাটি , তুলোর বালিশ, ছোট্ট মাটির ঘর।
কাঠের উনুন , তেলের পিদিম, জ্বরে বেঘোর রাত।
আলতা পা, শাড়ির আঁচল , কপাল ছোঁয়া হাত।



দিন শেষ। সন্ধ্যা নামে। বাতাস ঝিরিঝিরি।
বলেছি, 'ভালোবাসি'।
কারণ তুমি নিরন্তর , তুমিই ছাড়াছাড়ি।


মেঘলা দিন , বাউল গান , স্নিগ্ধ বালুচর।
বাঁশির সুর , ঘুঘুর ডাক , একলা নির্ঝর।
কাজল চোখ , পারুলি বুক , কানে মোতির দুল।
নতুন ভোর , আবার তোমার প্রেমে পড়ার ভুল।