তারপর সেই রানী এলো মণিময় মুকুরের কাছে।
নিজেকে দেখেই ছুটলো; সাগরের সাথে তার কথা আছে।
তরঙ্গ মালায় অভূষিতা হয়ে, না বলার সন্তাপে
এতকালের জমে থাকা বরফ গলানো উত্তাপে
কথাগুলো সেঁকে নিয়ে বলে উঠলো, 'ভালোবাসি।'
তখন সে কি জলোচ্ছ্বাস! উত্তাল তরঙ্গ রাশি রাশি !
সে জলপরীর মতো সমুদ্রের মাঝে দাঁড়িয়ে
দুহাত মেঘলা আকাশের দিকে সহাস্যে বাড়িয়ে
জানালো অস্থির বিশ্ব কে, 'ভালোবাসি তোমাকে।'
'এক সাগর ভালোবাসা নাও, আর নাও আমাকে।'


নিবিড় আনন্দ ব্যথায় কুঁড়ি থেকে ফুল হলো।
প্রজাপতিরা কুসুম গন্ধী গুটি থেকে বেরিয়ে এলো।


তখন অন্য পারে রাজা তার দাঁড়িয়েছিল একা।
ঢেউ এসে খবর দিতেই, আফ্রোদিতির সঙ্গে হ'ল দেখা।