তুমি কি জানো -
শুধু ওই মুহূর্ত গুলির জন্যই বেঁচে থাকা কত রঙিন।
যদিও এখন জীবন মানে অসংখ্য পরাধীন দিন।
বেপথু চাঁদ জেনে গেছে তার ভুল, তাই আনমনা।
পৃথিবীর ক্ষমা নিয়ে জেগে আছে নক্ষত্র শ্রবণা।

তুমি কি জানো -
বিবর্তিত চেতনায় রাঙা কয়েকটি অনুগামী জীন
এখনো সজাগ আছে, নির্বিকল্প শারীরিক ঋণ।
কল্পনায় এঁকেছো কত আমাদের যৌথ উৎসব।
আলোর রোশনাই ! সোনালী সঙ্গম ! ঘোর শঙ্খ রব !!


তুমি কি জানো -
অযুত বর্ষ পরে আবার শুরু হবে শিল্প পরিক্রমা।
সৃষ্টি হবে কিছু শব্দ-আল্পনা, রঙের নতুন উপমা।
কবিতার দেহ জুড়ে লেখা হবে তোমার বৈভব।
চলে যেন যেও না কোথাও, আমার কস্তুরী অনুভব।