সে-       পৌষ শেষের বিষন্ন আলোয় ঘেরা সকাল এগারোটায়
            এক কাপ কফির উষ্ণতা। চাই ?
আমি-     ফুলের কাছে উষ্ণতায় ভরা ফুল পাঠালাম, তাই।


সে-       আমাদের দুটো জীবন , দ্বিতীয়টা শুরু হয়
            যখন বুঝতে পারি জীবন একটাই। শুরু হোক তবে।  
সে-       অশোকে কিংশুকে মিলে রঙ লাগিয়ে যায়
            হঠাৎ জাগা অকারণের সুখে। মনে মনে, অনুভবে।


আমি-    খবর আসে বসন্ত এসে গেছে, বাতাসে নতুন গন্ধ
            সব জেনে তবুও তুমি নীরব কেন ?
আমি-     কোনো এক ভাঙ্গনের পথে, ঘুমপাড়ানি রাতে
            তোমার আসা। এবার বুঝেছি যেন।


আমি-    বন্ধু, তোমার জীবন আকাশে শত রামধনু ফুটুক এবার।
           জন্মদিনে শত শুভেচ্ছা জানাই।
আমি-    শুভ পাই দিবসের চিন্তা, কি পাই নি ? আর কি চাই ?


আমি-    ভাবনা, যাতনা, না কি, হবেনা ? শতাংশের হিসেবটা কি ?
সে-       প্রেম গুনে করা পাপ। ভগবান দেখছে না কি !


আমি -    দেখেছি তোমার চোখে সর্বনাশ। তুমি কি দেখেছো?
আমি-     তুমি এ জীবন নীরবে নিশিথিনীর মতো গন্ধে ভরেছো।


সে-        দেখছি একটুকরো পুরোনো কলকাতা।  বাস থেকে
            মগজ ফাঁকা মুঠোফোনে তোলা প্রথম ছবি।
সে-        তোমার অনুপ্রেরণায় আঁকা রবীন্দ্রনাথ
            আমার সূক্ষ্ম কোমল শব্দ কবি।


আমি-    শুধু একবার ছুঁয়ে তোমাকে নিয়ে লিখবো হাজার কবিতা।
সে-       শিল্পী প্রেমে ? সে তো হামেশাই পড়ি, আমি সৃষ্টি সুখের সবিতা।