অমুক বাবু আপিস আসেন
ধোঁয়ায় ধুলোয় অল্প কাসেন
চড়া রোদে, এঁটেল ঘামে
ভিড়ের বাসে , শামুক ট্রামে।  
হচ্ছেটা কি?  সরে দাঁড়ান।
আরে মশাই ! যান, নেমে যান।


হাঁপিয়ে আসেন, এসে হাঁপান
তারপরেতে আপিস কাঁপান।
চা নিয়ে আয় , ডিমের পোচ
ধুলোর পরত , টেবিল মোছ।
এতো ফাইল আমার কাছে ?
আমার কি আর সময় আছে !


তমুকবাবুর সঙ্গে দেখা
কেমন আছেন ? হাস্য রেখা।
ভোট পলিটিক্স চলছে কেমন ?
রাম জিতবে, হারবে রাবণ ?
সব ব্যাটা চোর চেয়ার পেলেই
জীবন যাপন লুটের মালেই।


বলবো কি আর মিসেস রায়।
কাজের চাপে , টেকাই দায় !
খুব সেজেছেন, ব্যাপারটা কি ?
কারুর বিয়ে ? পার্টি নাকি ?
ফিগারখানা তুলকালামি
কাঠ ছুঁয়েছি , বলছি আমি।


এবার এসে অমুক বাবু
ফাইল, কাগজ খোলেন তবু।
কাজের ফাঁকে, ফোনেও কথা
মাঝেমধ্যে নীরবতা।
পাঁচটা বাজে ? চলুন দাদা।
কাজ হলো কি? সে এক ধাঁধা।