অরুণিমা, তুমি আজও
নিষ্ফলা বিকেলে অস্তাচলগামী সূর্যের আলো।
দিক্চক্রবালে দিনান্তের যতিচিহ্ন হয়ে
ডাক দিয়েছিলে , অপেক্ষার কাল ফুরালো।


অরুণিমা, তুমি আজও
পাহাড়ের ঢালে রডোডেনড্রন শাখা।
সুনীল আকাশে একাকিনী শঙ্খচিল ;
ভুল সয়েছিলে , মেলেছিলে তবু পাখা।


অরুণিমা, তুমি আজও
চৈতী পূর্ণিমায় নদীর বালুকা বেলা।
ঝিরি ঝিরি প্রেম , চিরন্তনী প্রেমিকার বেশে
প্রেরণা জাগাও , কবিতারা করে খেলা।