প্রিয় অরুণিমা,


আজ অনেকদিন হলো তোমাকে দেখিনা, ছুঁইনা।
অভুক্ত আকাশে মেঘ জমে রাত হোলো, তাও শুইনা।


জেগে থাকি। পিতামহ ঘড়ি সময়ের ছড়ি ধরে
চাবুক লাগায় স্মৃতির ঘোড়ার পিঠে, অবাক করে।


স্মৃতির চিলেকোঠা থেকে নেমে আসে সুরম্য সকাল
অতিদীর্ঘ প্রতীক্ষার কাল, উপেক্ষায় দগ্ধ মায়াজাল।


না বলা ভালোবাসা, থাকা বা, না থাকার প্রতিশ্রুতি
মুক্ত সম্পর্ক ঘিরে ছিলো কথার অমোঘ বিস্মৃতি।


তুমুল সন্ধ্যা কেটেছে সংপৃক্ত শরীরের ঘ্রাণে
বুঝিনি লৌকিক প্রেম, পুণ্যতোয়া ভালোবাসা জানে।


এসবই ছিল আমাদের, তবু কি আশ্বাসে  
ঘুণ ধরেছিলো ? নান্দনিক কাব্য ছেড়ে পলায়ন, অক্লেশে।


আজ অনেকদিন হলো, সাজেনি তোমার অভিসার।  
রুদ্ধশ্বাস অপেক্ষায় আছি।  ইতি তোমার  .........