অনেক দিনই হোলো, সে দেয়নি এসে ধরা
তার শব্দ মেঘের ভেলা, মুক্ত ছন্দে ঝরা।


তার শান্ত চোখের চাওয়া, চাঁদের দেশে চলা
জ্যোৎস্না ধারায় নারী, হঠাৎ রজস্বলা।


তার যখন তখন হাসি, সে অকারণেই সুখী
মন খারাপের শ্লেটে, কাটে আলোর আঁকিবুকি।


অনেক দিনই হোলো, সে দেয়নি এসে ধরা
আজ জানলা ফ্রেমে বসে, তার আকাশ স্বয়ম্বরা।