উদাসীন ভালোবাসায়  
খুঁড়েছিলে প্রতীক্ষার ঝিল।
এক পা এগিয়ে, দু পা পিছিয়ে
অবশেষে নির্লিপ্ত অবগাহন, মুগ্ধতা অনাবিল।


ভেজা দুটি পা তুলে
বুকে রাখো, পথ পিচ্ছিল।
কত না ফাগুন দিন পেরিয়েছো
নির্দ্বিধায় পেরিয়েছো লৌকিক বাধার পাঁচিল।


হাত ধরে থাকো তুমি
উষ্ণতায় গহীন অন্ত্যমিল।
তোমার অনন্ত শরীর ছুঁয়েছি
মন তাই স্বর্গের পথে হাঁটে, স্বপ্নিল মিছিল।


আমি নিশ্চিত জানি
আমার আত্মার রঙ নীল।
যতবার শরীর পেরিয়ে গিয়েছি
দেখেছি, মহা শূন্যে ওড়ে নীলাভ ডানার চিল।