এই ব্যস্ত পৃথিবীর পথে উদ্‌ভ্রান্তের মতো
ঘুরে ঘুরে শেষে , কোনো এক বিন্দুতে এসে
দেখা হলো তোমার আমার ; যদিও যৌবন বিগত।
প্রদীপের ম্লান শিখা আলো-কেই ইন্ধন করে জ্বলে।
প্রবাহিত সম্পর্কের শেকড়, ডালপালার অন্ধকার -


আরো, আরো ,আরো অন্ধকারতর।


কোন মূল্যে কিনেছো এমন সম্রাজ্ঞীর অহংকার,
নিরাসক্ত , নিস্পৃহতার খাঁচায় দোল খাওয়া পাখি ?
জীবনের সোনালী সুখের ফসল, নির্লিপ্ততা দিয়ে
হিমায়িত আবেগ চাদরে ঢেকেছো কোন বিশ্বাসে ?
ভালোবাসার আলোয় খাঁচার ভেতরের অন্ধকার -


আরো, আরো ,আরো আলোকিত করো।


মুখ ফেরাও তবে, ভুলে যেও শকুনের রক্তমাখা ঠোঁট
কোনোদিন ছুঁয়েছিল বিষন্ন গোলাপ। প্লেগের ইঁদুরের মতো
অন্ধকারে কেউ এসে খুঁটে ছিলো ঘুমন্ত কুসুম,
অতুল ঐশ্বর্যে ভরা চাতকের হৃদয় তোমার।
হঠাৎ বৃষ্টি এলো, জীবনের সব শুকনো জলাধার -


আরো,আরো, আরো পূর্ণতায় ভরো।